চোখ দুটি উজ্জ্বল, মুখটি হাসি-খুশি,
আদরেতে গ্রামবাসী ডাকেই ফুলটুসি।
মুগ্ধ সবারে করে তার সারল্য যাদু,
বুড়িরা দিদিমা তার বুড়ো হয় দাদু।
ছুটোছুটি খেলা তার সাঁতারেতে শখ,
সখা-সখি নিয়ে করে বকম বকবক।
সকালে আর সাঁঝে পড়া নিয়ে থাকে,
দুপুরে রোজ রোজ বসে ছবি আঁকে।
জন্মের আগেই যেন পড়া শেষ করে,
বসে রয়েছে দিব্যি জ্ঞানীই হয়ে ঘরে।
প্রশ্ন করিলে কেউ কোন বিষয় তাকে,
নিখুঁত জবাবে তারে মুগ্ধ করে থাকে ।
অজানা অসুখে আজ শুয়েই বিছানায়,
অসহায় ভাবে ডাকে হাতের ইশারায়।
একদা সকালে দেখে নাই সেই মেয়ে,
সবারে কাঁদিয়ে গেছে বিদায়টা নিয়ে।