তুমিও শিশু, আমিও শিশু, শিশু আমরা সবাই,
হচ্ছি বড়ো মায়ের কোলেই করছি বাঁচার লড়াই।
মাতৃ গর্ভেই জন্ম নিয়েছি, মাতৃ বক্ষেই শান্তি পাই,
তাঁর খাদ্য খাচ্ছি কেড়ে, বলছি কথা তাঁর ভাষায়।
মায়ের মোরা দামাল ছেলে, ভাবছি নাকো দিগ্বিদিক,
কোনটি মন্দ, কোনটি ভালো, কোনটির দিক সঠিক।
সদ্য জাতই শিশু কেবল, বৃদ্ধরাই কি নয় শিশু ?
খাম খেয়ালি যুবকরাই কি শিশুর থেকে কম কিছু!
ঐ যে দেখো নেতারা সব দম্ভ-গলায় দাগছে কামান,
ধমকে দিয়ে মুড়কি ছড়ায়, ভোট পেতে পাহাড় সমান।
ডাক্তাররাও পাগলা শিশু, তাদের ভয়ে কাঁপছে রোগী,
কেরানীরাও বরাত পেলে, ঘুষের লোভে ফেলছে তোগী।
সবাই দেখো জাত শিশু, দেশের কথা কেউ ভাবেনা!
শৈশব খেলায় মত্ত সবাই, তাইতো প্রমাদ গুণছেন মা।
অবোধ শিশুর জন্ম দিয়ে, মায়ের বুকে অশেষ জ্বালা,
সংগোপনে অশ্রু মুছেন আর ভাবেন এ-এক যাত্রাপালা।