আজ স্ববাক হয়েছে মঞ্চ-নীচের সকল দর্শনার্থী,
তাই অবাক চোখে, প্রশ্ন নিয়ে, শিল্পে পরীক্ষার্থী।
দেখছি একি! অভিনয়ে তো হয়নি কোথাও ভুল!
মেকী কথাও হয়নি তো আজ ভুলেও এক চুল।
কেনই বা তবে আমার উপর এতোই জনরোষ!
শিল্পীর মনে এমন ভাবনায়, হতেছে আফশোস।
শিল্পী ভাবে, শিল্প নিখুঁত, মানুষ রাগছে কেন ?  
জুটবে নাকি জুতোর মালা, ঢিল উপহার হেন।
প্রাণ আসিযায়, চোখ ফ্যাকাসে, বুকেতে ধড়ফড়,
মুখের কথা রইল মুখে হঠাৎ উঠল প্রবল ঝড়।
মুহুর্মুহু পড়ছে হঠাৎ, যেন চড়বড়াবড় শিল,
খুঙ্গী ভাঙার শব্দ নিয়ে, হাজার জুতো ঢিল।
দেখেই ভয়ে ঢুকলো শিল্পী, সাজ ঘরেতে এসে।
‘চুকল বুঝি মোর অভিনয়’ বলল মুচকী হেসে।
নাই আমি আর খল নায়কের এমন অভিনয়ে,
কি প্রয়োজন মারটা খেয়ে; এমন সুনাম জয়ে।
পিঠ চাপড়ে ‘সাবাস’ বলেন পরিচালক দাদা,
সিট পাকলো খল নায়কের বুঝলি নারে হাদা।
খলনায়কের অভিনয় তোর এতোই নিখুঁত ছিল,
ছল ভুলে তাই মানুষগুলি উচিত জবাব দিল।
সারা জনম করলি রে তুই হাজার অভিনয়,
তবু এটাই হল তোর জীবনের শ্রেষ্ঠতম জয়।
চাইলে হতে অভিনেতা, এমন হওয়ায় ঠিক,
খ্যাতির পাহাড়; রয় ছড়িয়ে, বিশ্বে চারিদিক।