সইতে পারবে না জানি,
এই অভাবী-মুখের ভুঁড়ি ভুঁড়ি-
বড়ো কথা বলা l
অসৎ ঐ ধনীদের মানি
অসহ্য গ্লানি সয়ে,
কেন আজও মুখ বুজে চলা l
খবরটি এলো আজ প্রাতেঃ l
সমানাধিকারের মূল্য স্ব-বলে-
আদায় করে নাও l
প্রয়োজনে অস্ত্র তুলো হাতে,
ওদের শাসনদণ্ড ভেঙ্গে-
চুরমার করে দাও l
যুগ অশান্ত ঘোর-কলী,
অবিশ্বাসে বিশ্বাসী-
এ যুগের শেষ কথাখানি l
অসৎ রয়েছে মস্তক তুলি,
অবুজ মনুষ্য মাঝে-
তাই এতো হানাহানি l
শিল্পায়নের গুঞ্জন ছড়ায়ে
দেশকে কোরে বঞ্চিত-
মুনাফা করে শিল্পপতি l
শ্রমিককে অভাবী গড়ায়ে,
শিল্পে লকার চড়ায়ে,
করে সমাজের মহাক্ষতি l
শ্রমক্ষেত্রে নামায়ে আনো টানি l
বোঝাও কেমন কায় কষ্টে,
গড়ি ঐ অট্টালিকা l
মাটিতে লুটাও দাম্ভিকতাখানি;
খর্ব করো ওদের ঐ অশেষ-
অর্থের অহমিকা l
তাই আহ্বান করি আজ l
ভেদাভেদ ভুলে, শির উচ্চে তুলে
ক্রোধের আগুন জ্বালো l
ধনীদের তাতে পুড়ুক রাজ,
জ্বলুক সেথায় সবার তরে-
প্রকৃত সুখের আলো।