সুন্দর এই ধরাখানি রঙে রঙে রঙ্গিন,
নানারূপে সম্মুখে হেথা জীবেদের বাস।      
প্রকৃতি প্রদত্ত আহারাদি পেয়েই স্বাধীন,
উন্মুক্ত মননে চায় তারা মুক্ত প্রশ্বাস।
কিন্তু কোন ঘাতাঘাত চলছে নির্জীবে!  
ভরে গেছে ধরাবুক অত্যাচারী কীটে।    
অসহায়,মাটিমুখো সব কর্মী সদাশিবে,  
আঘাতেরই ক্ষতজ্বালা আজ ধরাপীঠে।
এই প্রকৃতি তোমার-আমার সকলের,  
সইবো নাকো কভু তার কোন ক্ষতি।
পরোয়া করি না মৃত্যুজনিত ধকলের,
শুভকর্ম মাঝে ফিরাও তোমার মতি।
কলমের ডগায় থাকা বারুদটা দিয়ে,  
কাগজের বারুদের সাথেই দাও ঘষা।  
ঘষা খেয়ে তাতে আগুন জ্বলে গিয়ে,
মরবে সব ছোটবড়ো মাছি ও মশা।