আমি যদি বৃষ্টি হতাম ---
তোমার গোলাপ পাপড়ি ঠোঁটে
বিন্দু বিন্দু বৃষ্টি হয়ে
ঘণ্টার পর ঘণ্টা জমে থাকতাম
আমি যদি বৃষ্টি হতাম ---
তোমার সুউচ্চ বক্ষপর্বতে
অঝোরে আছড়ে পড়তাম
বরফ হয়ে যুগ যুগ ধরে জমে থাকতাম
আমি যদি বৃষ্টি হতাম ---
তোমার জমাট পেলব গিরিপথে
ঝরনার ধারা হয়ে
ঝরো ঝরো ঝরে পড়তাম
আমি যদি বৃষ্টি হতাম ---
তোমার পদ্মনাভিকুয়োতে
নিঃশব্দে বয়ে গিয়ে
নিরাপদে আশ্রয় নিতাম
আমি যদি বৃষ্টি হতাম ---
তোমার ঘাসবিহীন মসৃণ ঢাল বেয়ে
গড়িয়ে পড়তাম
মিশে যেতাম ত্রিবেনীসঙ্গমে ---
নোনা সমুদ্রের সাথে মিলেমিশে
একাকার হয়ে যেতাম