নারী চায় -----
তার প্রিয় মানুষ তাকে বাঁধনহারা ভালবাসার আতসে পুড়িয়ে ছারখার করে দিক
ভরপুর সোহাগে সোহাগে রাঙিয়ে তুলুক তার উদ্ভিন্ন যৌবনের সূক্ষ্ম অনুভূতিগুলোকে
দুষ্টুমিভরা আদরে আদরে অতিষ্ঠ করে তুলুক, দিক তাকে চোখ বুজে আসা অসীম বেদনাসুখ
বুনো দামাল প্রেমের উষ্ণ ঠোঁট ও আরও কিছু সুদূরবিস্তৃত হোক নির্জন গহনে
নিবিড় থেকে আরও নিবিড়ে, আরও আরও নিবিড়ে, আরও আরও আরও নিবিড়ে--
অতলে, যেখানে মধ্যমা পায় না তল--
তবুও তো মেটে না আশ