চতুর্দিক আলোকিত করে সবকিছুকে করে ম্লান এই পৃথিবীতে যে নবজাতক আজ হলো উদীয়মান
সে কী হিন্দু না মুসলমান, সে কী বৌদ্ধ, শিখ নাকি খ্রিস্টান !
তার একটাই পরিচয়, সে মানবসন্তান
অবজ্ঞায় ঘৃণায়ভরা যে সদ্যজাত সরল নিস্পাপ প্রাণ
যার হয়েছে আজ ওই ডাস্টবিনের আস্তাকুরেতে স্থান
সে কার সন্তান ! হিন্দু না মুসলমান , নাকি বৌদ্ধ , শিখ নাকি খ্রিস্টান !
তার একটাই পরিচয়, সে মানবসন্তান
খড়ে জড়ানো যে শিশুটির কান্নায় আকাশ বাতাস খানখান আল–এর ধারে কুড়িয়ে পেয়েছে কোনো চাষীভাই, বুনতে গিয়ে ধান
সে কী হিন্দু না মুসলমান, নাকি বৌদ্ধ , শিখ নাকি খ্রিস্টান !
তার একটাই পরিচয়, সে মানবসন্তান
সাম্প্রদায়িকতা কিংবা সন্ত্রাসবাদী হামলায় যে হাজারো–লাখো আবালবৃদ্ধবনিতার অকালে গেল প্রাণ
যাঁদের জাত ধর্মের দোহাই দিয়ে দেওয়া হল কুরবান , নাকি বলিদান !
তারা কী হিন্দু না মুসলমান, নাকি বৌদ্ধ, শিখ নাকি খ্রিস্টান !
তাদের একটাই পরিচয়, তারা মানবসন্তান
যারা জাতপাত ধর্মের নামে করে ভণ্ডামি, তৈরি করে সাম্প্রদায়িকতার বাতাবরণ
যারা কেড়ে নেয় কতশত নিষ্পাপ নিরপরাধী মানুষের মুল্যবান প্রাণ
যারা জাতপাত ধর্মের হাড়িকাঠে মহান মানবতাকে দেয় বলিদান
যারা সন্ত্রাসবাদী , মানবতার বিরুদ্ধে শানায় তীব্র আক্রমণ
যারা দমন পীড়ন খুন করতে মানুষকে করে নিশান
তারা বকধার্মিক ,তারা মানবতাকে করে কলুষিত, তারা মানবশত্রু শয়তান
তাদেরকে কক্ষনও কোরো না ক্ষমা,ওদের বিরুদ্ধে সকলে গর্জে ওঠো হয়ে একমনপ্রান
চীৎকার করে বল সবে,আমরা না হিন্দু ,না মুসলমান,না বৌদ্ধ, না শিখ,না খ্রিস্টান
আমরা সকলে মানুষ , আমাদের একটাই পরিচয় , আমরা সকলে মানবসন্তান
সকলে মিলে গাও একসাথে মানবতার জয়গান