আজ বৃষ্টি নামুক বা নাই নামুক, কথা হবে,

কথা হবে অনেক কোলাহল পেরিয়ে।

তুমি সিঁড়ি বেয়ে নেমে গেলেও আমি জানি --

আমি জানি সংলাপ জারি আছে এখনও ।

দৃশ্যমানতা হারিয়ে গেলেও কিছু সংলাপ

কিছু কিছু সংলাপ কখনও ফুরায় না।

কখনও চাঁদের মত বৃদ্ধিহ্রাসে একাকী অপেক্ষায় থাকে

কিছু সংলাপ, না-লেখা কবিতার মত প্রহর গোনে।

কখনও ধাক্কা মারে আমার দরজায় -- যাই- ই আমি যাই ।

খসে যাক আগল , বাঁধ ভেঙ্গে আসা জল ঘিরছে আমায় ।

বিভ্রান্ত কোলাহল পেরিয়ে কথা হবে দিনের কিনারায়।