মুচকে হেসেছে শান্ত চাঁদের আলো,
তবুও মনেতে ওঠে বেঠোফেন –ঝড় ।
এত স্রোত খেলে চারপাশে এলোমেলো,
শ্যাওলা জগতে তবু অবিনশ্বর ।
এত জেগে থাকে এ শহর জমকালো,
তবু অলিগলি নিঃঝুম বালুচর ।
মূর্তি গড়ে কি ভাস্কর থমকালো ?
হল কি এ শিব ? নাকি এক বান্দর !
দিনগুলি ভাসে কত শত ঠাট্টায়,
নেই তো শমন দাঁড়িয়ে দুয়ারপ্রান্তে ।
তবু ছেঁড়া ঘুড়ি জীবন বাতাসে লাট খায়—
ঠাট্টার খাতে জমেছে পলি একান্তে ।
শহর জীবন ব্যস্ত মানুষ প্রিয়,
অলস লঘুতা ঘটায় অন্যথা ।
তুমিও নাহয় এভাবেই জেনে নিও –
থাকবে কখন কেমন বন্ধুতায় ।