১৯৫২ এর ৭১পা, ১৯৭১ এর ৫২ তে পা,আমরা ঐতিহাসিক
এবারের ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় বরণীয়
১৯৫২ একাত্তরে পা, ১৯৭১ বাহান্নতে পা ,
চমৎকার সংযোজন এক অধ্যায়ের সঙ্গে অন্য অধ্যায়ের
আগামী প্রজন্ম তোমরা কি বুঝতে পেরেছ-
এই বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি একদিনের নয় ।
আমরা যে ইতিহাস বহন করে চলেছি তা যুগ যুগান্তরের তোমাদের চলার পথে পাথেয় হবে থাকবে,
মাতৃভাষা বাংলার দাবিতে তরুণেরা তাজা প্রাণ দিয়েছে তাদেরই ধারাবাহিকতায় পেয়েছি লাল সবুজ পতাকা বাহি একটি স্বাধীন দেশ।
স্বাধীনতার স্বাদ যদি মনে প্রানে পেতে হয় -
স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদেরকে একত্রে ঝাঁপিয়ে পড়তে হবে।
দেশ,মাতা, দেশাত্মবোধ ,জাতীয়তা একই সুর তুলতে হবে আমরা কথা বলি, মাকে মা বলে ডাকি।
" এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম" এই বজ্র কন্ঠের ডাকেই তো,
আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড দেশ।
বঙ্গবন্ধুর ডাকে পেয়েছি,আমরা আজ স্বাধীন বাংলাদেশ।
১৭/১২/২০২৩
নন্দিনী লুইজা