আত্মার মৃত্যু নেই
মাটির ঘর অনেক পরিপাটি করে সাজানো থাকে,
এত বছর ধরে বাস করি তারপরও সময় কাটে না।
এতদিন একা একা প্রতিক্ষায় থাকা কখন আসবে-
সন্তানের দুহাত তুলে প্রার্থনা- আত্মার প্রশান্তি।
এভাবে যুগের পর যুগ কেটে যায়, কবে হবে মুক্তি,
এখানে যারা মৃত প্রাণ লাশ হয়ে মাটিতে মিশে গেছি;
আত্মার মৃত্যু নেই তা জানে সবাই।
পৃথিবীর মানুষ শোনো, যা কিছু সুন্দর সৃষ্টি-
কেয়ামতে ধ্বংস, হাজার হাজার বছরের ব্যবধানে,
তবুও মানুষ জন্মাবে আবার মৃত্যুও হবে,
এতো মৃত লাশের প্রতিবেশির স্থান হবে কবর স্থানে-
মানুষ বাড়ছে, মৃত্যুর সংখ্যাও প্রতিযোগিতা দিয়ে বাড়ে,
এভাবেই প্রতি মুহূর্তেই মানুষের জন্ম মৃত্যুর খেলা চলবে।
নন্দিনী লুইজা
২২/১২/২০২৪
(আজ শ্বশুরের মৃত্যুবার্ষিকী)