ছড়া
১.
বৃষ্টি পড়ে ঝম ঝম টিনের চালে
মনটা নাচে ছম ছম ময়ূরের তালে।
আম পড়্, আম পড়্-
কাঁচা আম পাকা আম
কুঁড়াই বৃষ্টিতে ভিজে।
মায়ের বকুনি আর চড় থাপড়
ভাদ্র মাসের তাল পিঠে পড়ে।
আম মাখা খাই আর বলি বেজায় মিঠে
ঝালে চোখের পানি নাকের পানি তাই
মজা করে চেটে পুটে খাই।
২
ছোটবেলার খেলার সাথী গোলাপি কই
এঘর ওঘর কোনো ঘরেই পাই নাকো সই।
আমায় ফেলে কবেই তুই চলে গেলি দূরে,
এখনও তোকে হাতরিয়ে বেড়াই হৃদয় খুঁড়ে।
কবর দেশে শুয়ে আছিস মাটির মায়া ঘরে,
আমিও আসছি তোর শনে খানিক দিন পরে।
২৯/০৫/২০২৪
নন্দিনী লুইজা
বর্ণপ্রকাশ লিমিটেড