সৃষ্টি রহস্যের চলচ্চিত্র


স্বপ্নের ডানা মেলে আকাশে উড়ে বেড়ানো অনেক সহজ,
বাস্তবতার মাটিতে যখন একটি বীজ ভেদ করে বের হয় মাটিতে।
মাথা উঁচু করে দাঁড়াতে চায়, কতটা যুদ্ধ ঘুমন্ত ভ্রুণ তা জানে,
মানুষের ক্ষেত্রেও তাই যখন ভ্রুণের জন্ম হয় মাতৃ গর্ভে।
আস্তে আস্তে অনেক চড়াই উৎড়াই পার হয়ে  ভূমিষ্ঠ পৃথিবীতে,
অসহায় মানব শিশু অপ্রতিরোধ্য হয়ে বের হয় সময়ের আবর্তে।
কঠিন বাস্তবতার পৃথিবীতে পা রাখে নরম তুলতুলে শরীর, বাস্তবতার আলো বাতাসে কঠিন থেকে কঠিনতর হতে থাকে।
প্রতিনিয়ত তাকে প্রকৃতির সঙ্গে, মানুষের সঙ্গে যুদ্ধ চলে,
সমাজের সঙ্গে যুদ্ধ করতে হয় বেঁচে থাকার লড়াইয়ে,
কখনোই থামে না এ যুদ্ধ যতক্ষণ পৃথিবীতে বেঁচে থাকে। মানব সন্তান এত কিছু দেখার পরও অন্যায় থেকে বিরত না থাকে,
জগতে অন্যায়,অবিচার,রাহাজানি,ধর্ষণ এ যেন মামুলি ঘটন,
এই চিত্রের কতদিন ব্যাপ্ত ঘটেছে,জানেনা তা মানব সমাজে।
সভ্যতা কাকে বলে! চারিদিকে মিটিং, মিছিল চলতে থাকে, তারপরেও মানুষের হৃদয়ে জাগেনা মানবতার স্পর্শ যে।
অনুকম্পন অনেকমুখে ফুলঝুড়ি ফোটে কর্মক্ষেত্রে নিষিদ্ধ,
একেবারেই  করুন জীবনবোধ কাঁদো বাঙালি কাঁদো আরও
চলছে অন্যায়, অবিচার, ভালোবাসাহীন গাড়ি, আমরা যাত্রী-
ঠিকানাহীন পথ চলায় পৃথিবীটাকে মনে হবে জাহান্নামের নর্দমা,
তখন নতুন করে বেহেস্তের বাগানে ফুল ফুটলেও গন্ধহীন মনে হবে।
দোজখের তপ্ত আগুন আর বেহেশতের ভালোবাসার সংঘর্ষে,
মানুষ হয়ে বেঁচে থাকার স্বাদ রেখে যেতে চাই ভালোবাসার পদচিহ্ন।


০৬/০৭/২০২৪
নন্দিনী লুইজা
বর্ণপ্রকাশ লিমিটেড