হদয়ে অশনিসংকেত
ঝিনুকের মাঝে মুক্তা থাকে, ঝিনুক তা বোঝে না,
কয়লার মাঝে হীরা থাকে, কয়লা তা জানে না।
না বুঝে আর না জেনে কত কিছুই না অজানা তে-
তবুও মন খোঁজে কোন জন, ভালো মন্দ মিলিয়ে,
অবুঝ বলাকা মন হারাতে চায় দিক থেকে দিগন্তে।
পথিক হয়ে বসে থাকে একেলা কার যেন পথ চেয়ে-
মুক্তা মেলে না ঝিনুকে, তেমনি হীরা মেলে না কয়লাতে।
ভালোবাসাও মুক্তা আর হীরার মতো আজও দামি অক্ষয়
যতদিন পৃথিবী আছে, মানুষের সঙ্গম অনিবার্য অবধারিত,
তেমনি নর নারীর পবিত্র ভালোবাসা কলংকিত কর না বাছা
সস্তা দামে পণ্য বিকোয় এটা জানে সর্বজনে, ভালোবাসা নয়।
ভালোবাসা কিনতে হলে হৃদয় দিয়েই কিনতে হয়-
যতনে সজীব রাখতে, প্রতিক্ষণ শুদ্ধতার চর্চায় বসবাস করে।
এ যে বড় আরাধনা, পৃথিবীর শ্রেষ্ঠতম উপহার-
তাকে কি করে লাঞ্ছিত কর; সকাল, বিকাল অহনিশি।
যদি জন্মই পঙ্কিলে আগাছা আর দুর্গন্ধযুক্ত এঁদো কাঁদায়,
কি করে আশা করি সুস্থ আর সমৃদ্ধ জীবন ব্যবস্থা??
চারিদিকে সাইরেন বাজে, অশনি সংকেতের হাতছানি-
তাহলে কি সোনা রেখে আঁচলে গিঁট দিয়েই চলেছি।
মুক্তা আর হীরা ফেলে ঝিনুক উৎপাদন করি খনিতে,
তাই তো বলি অ জায়গায় অসময়ে ফাঁকা বুলি ছাড়ি
যতই মাথার চুল ছিঁড়ি, রাজা বাঁচাতে পারবো না নিশ্চয়।
নন্দিনী লুইজা
১১/০২/২০২৫