প্রত্যাশা
পুব আকাশে ভোরের সূর্য যখন মাথা উঁচু করে -
উঁকি ঝুঁকি দেয়, লুকোচুরি খেলা করে,
তখন নতুন সম্ভাবনার দ্বার খোলা শুরু করে।
নতুন দিনের সূর্য !
নতুন করে পৃথিবীটাকে নিজের করে সাজায়;
রাঙিয়ে তোলে আশপাশ চারিদিক।
শিশির ভেজা গাছের পাতায় সূর্যের কিরণ-
মুক্তোর মতো চকচকে ।
এমনটা দেখে কবির মনে প্রেম জাগে ,
কবিতায় খোঁজে প্রিয়জনের ব্যাকুলতা।
তাকিয়ে থাকে উদিত সূর্যের দিকে !
ভাবতে থাকে স্বপ্নগুলো -
এভাবেই আস্তে আস্তে বড় হবে, পাখা মিলবে,
অন্ধকার দূর করে কুয়াশা ভেদ করে-
নতুন দিগন্তের উন্মোচন হবে।
প্রেমিক প্রেমিকা আবারও কুঞ্জবনে!
শ্যামের বাঁশরীতে কীর্তন আর শ্যামা গান শুনবে।
নন্দিনী লুইজা
২০/১১/২০২৪