১৫ আগস্ট:শোক আমাদের শক্তি
কষ্টগুলো ছড়িয়ে আছে প্রতিটি সিঁড়ির ধাপে
সেই সিঁড়ি দেখতে বাংলাদেশের বুক কাঁপে ।
ছোপ ছোপ রক্ত যদিও শুকিয়ে গেছে
আজও রক্তের দাগ শুকায় নি কোন খানে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
কখনোই যাবে না ভুলে, মনে রবে তুমি বহমান।
তোমাকে হত্যা করে যারা বেঁচে আছে অবিচল
তাদের ঘুম কিভাবে হয়, তা জানি না মোটেও ।
আমরা যারা এই বাংলাদেশে জন্মেছি
আমরা জানি স্বাধীনতার স্বাদ কতখানি।
বিভিন্ন দিবসে ৩২নং রোডে হাজার জনতার ঢল
এই বুঝি তুমি বেড়িয়ে এসে বলবে সেই বজ্র কন্ঠে
ভাইরা আমার, বোনেরা আমার, আর ভাবনা কি
আছি এই বাংলায় কোটি কোটি জনতার হয়ে।
দিন যায়,ক্ষণ যায়, মাস যায়, বছর ঘুরে আসে
জাতির পিতা হয়ে থাকবে বাংলার মানচিত্রে।
নন্দিনী লুইজা
শিক্ষক লেখক গবেষক ও প্রকাশক
বর্ণপ্রকাশ লিমিটেড