নতুন ভ্রণ জেগে উঠো স্বাধীনতার গান গেয়ে
সুন্দর স্বপ্ন গুলো কাঁচের টুকরোর মতো ভেঙে যায়-
কুঁড়াতে থাকি স্বপ্ন, জোড়া দেয় আনমনে ভাবতে থাকে।
সোনালি ডানার পাখি,ধূলাবালি ঝাপটা দিয়ে ঝারে,
পশ্চিম আকাশে রক্তিম আলো উদ্ভাসিত রঙের ভেলা।
উদাস মন হারিয়ে যায় সকল বাধা বিপত্তি উপেক্ষা করে,
আগ্রাসন ঠেকাতে ভালোবাসার লাঠিয়াল চারিদিক ঘিরে।
ঘুমন্ত অবস্থায় চুপিচুপি বলে এসেছে নতুন শিশু ছেড়ে দাও-
প্রকৃতির আলো বাতাসে শ্বাস গ্রহণ করে মানুষ হয়ে বেড়ে উঠুক।
জাত পাত ভুলে আগে সে মানুষ, পরে দেশের আমজনতা,
এহেন মূল্যবান সম্পত্তি আমাদের কাছে প্রকৃতির সম্পদ।
কোথাও লেখা নেই হিন্দু, মুসলিম কে বলে বৌদ্ধ, খৃষ্টান,
সৃষ্টিকর্তার কাছে সবাই সমান ভূমিষ্ঠ শিশুর কান্না একই।
বিভেদের দেওয়াল তুলেছে আমাদের মতো ভীরু কাপুরুষ,
এবার তোরো বন্দীশালায় আগুন জ্বালা, ভেঙে ফেল কপাট
আবার তোরা মানুষ হও, জেগে উঠো নতুন ভ্রণ নতুন জাগরণে।
১৪/০৮/২০২৪
নন্দিনী লুইজা
অঙ্গনার আম্মানী