নাই ভয় নাই প্রাণহীন জীবন
মৃত্যু কে খুব কাছ থেকে দেখা যেমন দেখা প্রাণের দোলা,
কিভাবে নিশ্বাসের শব্দ,শরীরের অঙ্গের নিষ্ঠুর নিরবতা ।
সমস্ত আয়োজন এক মূহুর্তে থেমে যায়, ভাবনার ফানুশ,
তাকিয়ে থাকি এক পলকে মৃত্যু তুমি বড়ই নির্দয়, নিষ্ঠুর।
এতটা বছরের সহবাস এক নিমিষেই লন্ড ভন্ড করে দাও,
আপন যে জন তাদের ফেলে কোথায় চলেছে শবযাত্রা।
পালকির বেয়ারার কাঁধে চড়ে যায় নিজের ঠিকানায়- যেখানে যোজন যোজন দূরে, বছরে পর বছর ধরে চলবে; জীবনের হিসাব নিকাশ কি পেয়েছি আর কি পাইনি।
হায়রে মৃত্যু শত চেষ্টা করেও রোধ করা যায় না তোকে
গ্রহণ অবলীলায়- কোন লোভের ফাঁদে না পরে পা।
তাইতো ফেলে আসা স্মৃতিগুলো বারে বারে কাঁদায়,
বেঁচে থাকা প্রাণের চলে যাওয়া, আপনজনের মঙ্গল কামনায়;
প্রার্থনায় বসে যে যার ধর্ম মতে, ডাকে সৃষ্টিকর্তাকে।
এমনি করেই জগতের সকল প্রাণের জীবনের দিনাতিপাত, মৃত্যু মাঝে মাঝে ভয় দেখায়, ভালো কাজের সাথে থাকার।
মানুষ প্রাণ বোঝে না, বোঝে না, করে শুধুই ছলাকলা,;
কিতাবে বলে, কবি বলে, সৃষ্টি জীবের প্রতি খেদমত-
সৃষ্টিকর্তাকে পাওয়া, এমন কাজে মনোযোগী হই।
জীবন যখন আছে মৃত্যুও আছে, সরল, স্বাভাবিক
নিশ্চিত জেনেছি যা, তাতে নাই ভয়,নাই মানা।
নন্দিনী লুইজা
০৫/০১/২০২৫