মুখের আড়ালে মুখোশ


মুখ ও মুখোশের আড়ালে কাউকে চিনতে পারি না,
মুখের উপরেই মুখোশ থাকে, আসল রূপটি যায় ঢেকে।
দেখতে পাই না কোনটা মুখ আর কোনটা মুখোশ!!
কি করেই বা বুঝি, কথা যখন বলো তখন মুখটা দেখি- কাজের মাঝে মুখ খুঁজতে, মুখোশটাই সামনে আসে।
মুখ ও মুখোশ আলাদা কিছু ?
নাকি মুখের ভিন্ন রূপে মুখোশ ধরা পড়ে।
মুখ দেখে ভুল করে পথ হেঁটেছিলে -
মুখ আড়াল করতে, মুখোশটাকে সত্যি বলেছিলে।
কতই না রং বাহারি সাজে মুখোশের আয়োজন;
বলো তো কোনটা বেশি দামি মুখ না মুখোশ।
মুখের অবয়বে মুখোশের রাজনীতি বন্ধ করি,
মুখ এর চেয়ে বড় আর কিছুতে নেই;
মুখোশ খুলে সত্যিকারের মুখ দিয়ে-
ন্যায়ের পক্ষে জুলুমের মুখোশ ত্যাগ করি।


নন্দিনী লুইজা
০৪/১২/২০২৪