মানুষ বাঁচুক সাম্যবাদে সংস্কারের আড়ালে

আবেগ আর বিবেক পাশামানুষ বাঁচুক সাম্যবাদে সংস্কারের আড়ালে

আবেগ আর বিবেক পাশাপাশি বাস সখ্যতা অনেক,
একে অন্যকে জড়িয়ে থাকে সুখে দুঃখে সন্নিবেশ।
ভালোবাসার স্থাপত্য তাজমহল শাজাহানের তৈরি,
ইতিহাস বলে এখানে রয়েছে অদৃশ্য চাপা আর্তনাদ।
সমাজকে বোঝানো হয়েছে ভালোবাসায় শতভাগ,
প্রেমে পাগল হয়ে স্বীয় স্ত্রীকে ইতিহাসে বিখ্যাত করতে।
সবাই বোঝে শাজাহান মমতাজকে ভালোবেসে নয়,
নিজের অহম আর আধিপত্য পৃথিবী টিকে থাকা অবধি।
বেঁচে থাকবে আপন মহিমায়, নাইবা জীবিত থাকা,
শাজাহানের বুদ্ধির কাছে হার মেনেছে প্রযুক্তির দাবা।
যতই মাথা চুলকাও, এত প্রীতির খেলা জগতময়,
গুটির চালে শাহজাহান বোকা বানিয়েছে সকল প্রেমিকে।
কি বুঝলো সভ্য সমাজ- সংস্কারের পর সংস্কার চলে,
নারী নির্যাতন তখনও ছিল রঙ্গ মহলে বাঈজি নাচে।
ভোগে তৃপ্ত, বাসনায় লিপ্ত তারপরও সুরাই করে পান,
এমন করেই জগত সংসারে নারী মত্যো কৃষ্ণ লীলায়,
তবুও মুক্তি,পায় না ভক্তি,পূজা,অর্চনা দেবতার তরে।
নারী,পুরুষ এই সংসারে আর কোন প্রাণী আছে কি তব!
মিথ্যা মহল তৈরি করে কি বা আসে যায়, আমরা মানুষ,
জাত পাত ভুলে গিয়ে নর নারী এক হয়ে সাম্যে চল বাঁচি।

০৬/০৬/২০২৪
নন্দিনী লুইজা
বর্ণপ্রকাশ লিমিটেডপাশি বাস সখ্যতা অনেক,
একে অন্যকে জড়িয়ে থাকে সুখে দুঃখে সন্নিবেশ।
ভালোবাসার স্থাপত্য তাজমহল শাজাহানের তৈরি,
ইতিহাস বলে এখানে রয়েছে অদৃশ্য চাপা আর্তনাদ।
সমাজকে বোঝানো হয়েছে ভালোবাসায় শতভাগ,
প্রেমে পাগল হয়ে স্বীয় স্ত্রীকে ইতিহাসে বিখ্যাত করতে।
সবাই বোঝে শাজাহান মমতাজকে ভালোবেসে নয়,
নিজের অহম আর আধিপত্য পৃথিবী টিকে থাকা অবধি।
বেঁচে থাকবে আপন মহিমায়, নাইবা জীবিত থাকা,
শাজাহানের বুদ্ধির কাছে হার মেনেছে প্রযুক্তির দাবা।
যতই মাথা চুলকাও, এত প্রীতির খেলা জগতময়,
গুটির চালে শাহজাহান বোকা বানিয়েছে সকল প্রেমিকে।
কি বুঝলো সভ্য সমাজ- সংস্কারের পর সংস্কার চলে,
নারী নির্যাতন তখনও ছিল রঙ্গ মহলে বাঈজি নাচে।
ভোগে তৃপ্ত, বাসনায় লিপ্ত তারপরও সুরাই করে পান,
এমন করেই জগত সংসারে নারী মত্যো কৃষ্ণ লীলায়,
তবুও মুক্তি,পায় না ভক্তি,পূজা,অর্চনা দেবতার তরে।
নারী,পুরুষ এই সংসারে আর কোন প্রাণী আছে কি তব!
মিথ্যা মহল তৈরি করে কি বা আসে যায়, আমরা মানুষ,
জাত পাত ভুলে গিয়ে নর নারী এক হয়ে সাম্যে চল বাঁচি।

০৬/০৬/২০২৪
নন্দিনী লুইজা
বর্ণপ্রকাশ লিমিটেড