কথা কাব্য-৮

অনিশ্চিত জীবনে বড়ই বাহাদুরি
কোথায় কখন ফসকে যাবে-
কেউ কি তা জানি।
মানুষ বড়ই বেঈমান ঠকানোই তার কাজ,
অন্যের ভালো দেখলে গাত্র জ্বলে।
কে বলেছে - সে সূফী ,আউলিয়া
মানুষ চেনার বড় উপায় ,
বিপদে পাশে থাকে কিনা।

শুনেছি, বলছি -
সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই
বলুন তো মানব জাতি- জীবন ভর
নিজের স্বার্থ ছাড়া অন্যের কোনো ভাবনা,
কোনো ভালো কাজকে স্বীকৃতি দিয়েছে-
চোট লেগেছে দিলে, আফসোসে চোখ কপালে,
তাহলে ভাই, মানুষ কি করে
আশরাফুল মাখলুকাত হয়।


যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস কর, যদি তাঁর সৃষ্টিকে বিশ্বাস কর,
মনে প্রাণে বিশ্বাস করতে হবে প্রকৃতি তার আদালতে -
ন্যায়, অন্যায়, সত্য, মিথ্যার বিচার দেরিতে হলেও হবে নিশ্চয়।
খোদার ঘরে সবাই সমান বুঝেছো হে মানব সন্তান!
সময়ের কাটা ঠিক ঘুরবে বারোটা থেকে বারোটা।

০৪/০৮/২০২৪
নন্দিনী লুইজা