কাব্য কথা-৭

পায়ে জোর না থাকলে লম্বা পায়ের কি বা দাম
টাকা কড়ি না থাকলে দামি মানিব্যাগ অর্থহীন,
যে মানুষগুলো ভেতর বাহিরে সত্যি কথা বলে
কোটি কোটি মিথ্যার মাঝে ঐ সত্যের মৃত্যু ঘটে।


বন্যায় ভেসেছে মানুষ, ঘরবাড়ি, পশু, পাখি
তলিয়ে গিয়েছে ফসলের জমি-
ত্রাণ নিয়ে ছুটাছুটি, হাহাকারের আর্তনাদ,
তারপর সবকিছু ফেলে নতুন জীবনের হাতছানি।
সব ফসিল মাটি চাপা দিয়ে ঘর বাধে বালুচরে।


লাশের ঘরের পাশ দিয়ে হেঁটে গিয়েছো কখনও
গা ছমছম করে তাদের, যারা পাপী মিথ্যাবাদী,
ঐ লাশের কোনো আলাদা জাত আছে-
নাকি আমার আপনার মতো স্বাভাবিক জীবন ছিল,
প্রাণহীন দেহে ছুড়ি চালিয়ে কি পাও ডাক্তার বাবু।
অর্থের কাছে এখানেও মিথ্যে,
সত্যের কাছে পরাজিত হও রাতের আঁধারে।


০৩/০৯/২০২৪
নন্দিনী লুইজা