কাব্য কথা-১০
যেদিকেই তাকাই অন্ধকার শুধু অন্ধকার
নিকোল কলো ভেদ করে এক বিন্দু আলো,
জমিনে যখন পড়ে অদ্ভুত মায়াবী আবরণে
বাঁচার জন্য আবার অন্ধকার থেকেই পথ চলে।
স্বপ্নরা খুঁড়ে খুঁড়ে চলে বেদনাকে সাথে নিয়ে
পৃথিবীতে আলো আঁধারের খেলা চলতেই থাকবে।
মিষ্টি কথায় চিড়া ভেজে না, ভিজতে লাগে পানি
মুখে মধু অন্তরে বিষ এমন জন থেকে দূরে থাকি।
সাপের মাথায় মনি থাকে একথা প্রচলিত আছে-
সোনা রেখে মনি খোঁজা, লোভে পাপ পাপে মৃত্যু বটে,
মুখের ব্যবহার ভালো করি, এতেই পূণ্যবান ঘটে।
দেশকে ভালোবাসো দেখবে এর সীমানায় আকাশ বাতাস
সব কিছুই মায়ের মতোন আপন মনে হবে, এর মাটি ও মানুষকে।
তাই নিজের দেশের লুটেরা হয়ে লুটপাট করে আখেড় গোছানো,
এর চেয়ে লজ্জায় আর অপমানে মুখ দেখানো দায়।
০৬/০৯/২০২৪
নন্দিনী লুইজা