কাব্য কথা-৯
দেশ স্বাধীন একবারই হয়েছে ১৯৭১
ফ্যাসিবাদী সরকারের পতনকে বলছো-
জীবনের নতুন পূর্ন জন্ম তার স্বাধীনতা,
বৈষম্যের অবসান ২০২৪ আগষ্ট ৫-
নতুন প্রজন্মের হাত ধরে নবজাগরণ।
চলে যাওয়া একমাস এ যেন কঠিন সময়
এই একটি মাস অনেক দীর্ঘ থেকে দীর্ঘতর
জানি না এমন দুঃসময় আর না আসুক
পূবালী বাতাস বয়ে যাক এই বাংলায়
আনন্দ ধারা বহে এই ভূবনেশ্বরে।
দেশের নাম বাংলাদেশ সবুজে শ্যামলে ছাওয়া,
পতাকার রং লাল সবুজ, তারুণ্যের রক্ত মাখা।
এদেশের তরুণের তাজা রক্তের বিনিময়ে অর্জিত
বার বার অস্ত্র ধরে, আমাদের দামাল সোনার ছেলেরা।
তাই এখন না হয় থামো জাতীয় সংগীত বদলের পালা,
আবারও তোমাদের বলি আগে উন্নয়ন দেশের জনগণের
তারপর জনমত তৈরি করে নতুন কাজের সমাধান কর।
০৫/০৯/২০২৪
নন্দিনী লুইজা
(শহীদী মার্চ স্মরণে)