জীবনের ধারাপাত
জীবন নামের রেল গাড়িটা চলে এঁকেবেঁকে
লাইন যদি বাঁকা হয় ট্রেন কিন্তু যায় পড়ে ,
জীবনের গতিপথ যদি ঠিক থাকে,লক্ষ্য স্থির
শত বাধাই আসুক না কেন রইবে তা মাথা উঁচু করে। সমাজের বুকে যে যত কথাই বলুক না কেন
যা কিছুই করুক না কেন পেছন থেকে তোমাকে,
যতই টেনে ধরুক পাছে লোকে কিছু বলে
যত কথাই বলে যাক না কেন পেছনের মানুষ।
কি বলল সেটা না ভেবে সামনের দিকে এগিয়ে
যাওয়াটাই বুদ্ধিমানের কাজ এটাই স্বাভাবিক ,
আলোর মধ্যে যখন আমরা হাটি তখন ছায়া দেখি
সেই ছায়াটা বাস্তব মানুষের চেয়ে লম্বা হয়ে ।
সামনে সামনে হাঁটে তেমনি মানুষের চিন্তাশক্তি
যদি সত্যিকার অর্থেই মানব কল্যাণে হয়ে থাকে,
তবে ছায়ার মতো এই বিবেক জ্ঞান, মেধা, প্রজ্ঞা
সামনে সামনে হাঁটে আমাদের বাস্তব জীবনে ।
এত বেশি ভোগবাদে বিশ্বাসী ত্যাগের মহিমা
তোমাদের মধ্যে নেই শুধু খাতা-কলমেই বন্ধি,
জীবন চলার ক্ষেত্রে আমরা কোনক্রমেই
অন্যের মঙ্গল কামনা করি না সবসময় মিথ্যা
ভুলের জাল নিয়ে চলতে থাকি যুগ থেকে যুগান্তরে
ফল পাই যদিও আমরা স্বীকার করি না আমার
কর্মের ফল আমাকেই ভোগায় ।
০১/০৮/২০২৩
নন্দিনী লুইজা