জীবনের হিসেব এক জীবনে অনেক বার

জীবনের হিসেব  নিকেশ এক জীবনে অনেক বার
দূর থেকে কাশবন ঘন মনে হয়, সেটাই বড় ভালো
এই সমীকরণে পৃথিবীর তাবৎ মানুষের জীবন চলে
শুনেছি নদীর ওপারে সুখ, এপারে  দুঃখ করে বসবাস
আজ‌ও  কি কেউ বলতে পেরেছে, নিজের করে কখনও
সুখের সাম্পান কোন ঘাটে - বন্দরে, কোথায় নোঙর করে।

জীবনের টানা পূরণের মাঝেই চলে মানুষের হিসাব নিকাশ
বাজারে মাছ,মাংস তরকারি,দরাদরি করে কেনাবেচা হয় । তেমন করে ভালবাসার কষাকষি চলে  অনন্ত অবিচল
তোমাতে আমাতে প্রতিক্ষণে বেচা কেনায় কে ব্যবসায়ী?
এটা বড় মুশকিল বোঝা, তবে শেষ পর্যন্ত দুই পক্ষই
মুচকি হেসে আত্মার তৃপ্তি নিয়ে এক‌ই ঘরে বসত করতে হয়।

২৩/০৫/২০২৩
নন্দিনী লুইজা
শিক্ষক লেখক গবেষক ও প্রকাশক
বর্ণপ্রকাশ লিমিটেড