ফাগুনের আগুন লাগলো দোলা বনে বনে
ফাগুনের আগুন লেগেছে বনে, বসন্ত এসে গেছে
কুহু কুহু কোকিল ডাকে, ডালে ডালে আনমনে,
মৃত জেলি ফিশ শুকনো বালুচরে দেখা মিলে।
ভালবাসার দীর্ঘশ্বাস ফেলে যাই, মৃত্যু প্রাণ দেখে।
জীবন্ত অবস্থায় সহজে ধরা পড়ে না মোটেও চোখে
সমুদ্র সৈকতে নুরী পাথর, ঝিনুক কুড়াই একা বসে।
সূর্য ডুবতে থাকে পশ্চিম আকাশে আপন নিয়মে,
রক্তিম আলোয় জীবন্ত লাগে মৃত জেলি ফিশটাকে।
একা হেঁটে এগিয়ে যাই পানির ঢেউয়ের কাছাকাছি
জোয়ার ভাটার টানে যে গর্জনে, আমাকে ভেজায়,
আমি ভাবতে থাকি প্রিয়, তুমি আছো আশেপাশে।
ঝিনুকের মাঝে মুক্তা থাকে, আমার মাঝে তুমি
পিছনে পড়ে থাকে প্রাণহীন জেলি ফিশ সমুদ্র তীরে।
আমি ভাবতে থাকি জীবন্ত প্রাণের মূল্য এত দামী
চল জীবনকে উপভোগ করি যতদিন বেঁচে থাকি,
কুঞ্জ বনে হলুদ গাঁদা,হরেক রকম ডালিয়া ফোটে
বসন্ত বাতাসে মৌমাছি গুঞ্জনে আম্র মুকুলের ঘ্রাণে।
কত বসন্ত উৎসবে আনন্দে মেতে উঠেছি প্রতীক্ষায়
একটি লাল গোলাপ হাতে নিয়ে বলেছো ভালোবাসি।
এক জীবনে ঢের পেয়েছি উপঢৌকন, নেই অপূর্ণতা
জীবনের যুদ্ধ থাকবেই তাই বলে প্রেমহীন নই মোটেও।
১২/০২/২০২৪
নন্দিনী লুইজা