ছড়া -২

১.
মুক্তিযোদ্ধারা রক্তের বিনিময়ে
পরাধীনতার শৃংখল ভেঙে -
মুক্ত স্বাধীন বাংলাদেশ গড়ে।
বীর মুক্তিযোদ্ধারা আজও
রাস্তায় রাস্তায় ভিক্ষে করে।
সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা
আজও শেষ নাহি হয়।
অর্ধেক শত বছর চলে যায়-
তারপরেও গণনা শেষ না হয়,
মুক্তিযুদ্ধের সনদ বেচাকেনা
বন্ধ কর, দেশকে রক্ষা কর।।

২.
ভাষার জন্য রক্ত
কোন জাতি দিয়েছে
বীরের জাতি বাঙালি
প্রমাণ করেছে।
তবুও মোরা মায়ের ভাষা বাংলা
ভালভাবে বলতে, পড়তে, লিখতে
কোনোটাই পারি না।
কষ্ট লাগে, দুঃখ হয়
বাঙালি সন্তান -
মায়ের পেট থেকে বের হয়ে
বিদেশি ভাষা কয়।
মাম্মী,ড্যাডি,পাপ্পা মম,
মর্ডাণ বলে বাহবা দেয়
এ যে বড় বাড়াবাড়ি
মাথায় ডুকে কম।


৩০/০৫/২০২৪
নন্দিনী লুইজা