বোকা মানব সন্তান চাঁদের আলোয় স্বপ্ন বোনে
শীতের কুয়াশামাখা রাতে কোথাও কেউ নেই জেগে
ঝি পোকার ডাক শোনা যায় না, ঝাউ গাছের ডালে
তবুও বসে থাকি আনমনে স্বপ্নের প্রজাপতি উড়ে
হরেক রকম রঙ মাখায় আমার মনের চেতনায়
পোড়া মনে দোলা জাগে না অশনি সংকেত শোনে
আকাশে নেই তারার মেলা, নিকষ অন্ধকারের ঘনঘটা
চাঁদ মামা তুমি একা, ধ্রুব তারাকে সাথে নিয়ে পাহারায়
সমস্ত পৃথিবীকে আলো দিয়ে মায়াবি মহিমায় দাঁড়িয়ে
ক্লান্ত মনের গভীরে আবারও বাঁচতে বল পাক পঙ্কিলে
হায়না,শকুনের বেড়াজাল ছিন্ন করে যৌবনকে বাঁচাতে
আমাদের বেদনাতুর হৃদয়ে ভালোবাসার বীজ বপন হবে
একটা পৃথিবী বানাতে হবে সেখানে চাঁদনী রাতে দুজনে
মুখোমুখি বসে থাকতে চাই যুগ যুগান্তরের আবদ্ধ বন্ধনে
অস্ত্র,গোলা বারুদ,ককটেল বিস্ফোরণে হত আহত নয়
ফিলিস্তিনীরা রক্তের বন্যা ভাসে,আকাশ বাতাস ভারী
এমন অনিশ্চিত জীবনে আয়ুর মেয়াদ জানা নেই তবে
সেখানে প্রতিনিয়ত চলছে স্বার্থের দলাদলি হিসাব নিকাশ
সৃষ্টি থেকেই মানবতাবিরোধী আন্দোলন একে অপরের
এ এক প্রহসনের নাটক,সান্ত্বনা দিয়ে মানব শিশুদের
উন্মুক্ত আকাশে চেয়ে থাকে দেবদূত আসবে বলে জমিনে
পৃথিবীর সমস্ত জন্জাল সাফ করে আসবে নবদিগন্ত
গাছে গাছে গজাবে কচি নরম পাতা, ফুলের মন্জুরী ডালে
বোকা মানব সন্তান প্রতিদিন ঘুমায় আলতো করে সয়নে
চাঁদ মামার সাথে কথা বলে, যা কিছু আসে মনে হৃদয়ে
স্বপ্ন পূরণ হয় না, তবুও স্বপ্ন দেখে বাঁচার স্বাদে ও গন্ধে
এভাবেই চলতে থাকে দিন মাস বছর ও অনন্তকাল ।
২২/১২/২০২৩