আতসবাজির আনন্দ উল্লাসে আমরা ম্রিয়মাণ


চারিদিকে আতসবাজির শব্দ, শহরের জনগণ জেগে উঠেছে ,
মধ্যরাতে আতশবাজির সুখ অনুভবে জনতা উপভোগ করে।
মাঝে মাঝেই অন্ধকার আকাশে ঝটকা আলোর ঝলকানি উৎসব জনতার উৎফুল্ল করে, ভুলে যায় আর সব প্রাণীর কথা।
পৃথিবীতে যারা বেঁচে থাকে তারা প্রতিনিয়তই যুদ্ধ করে, এক একজনের যুদ্ধের ধরণ একেক রকম পৃথিবীতে।
সুখের অনুভূতিগুলোর স্বাদ ঠিক তাই, মানুষে মানুষে ভিন্ন
এই পাওয়া না পাওয়া হিসেব নিয়েই চলতে থাকে মানুষের জীবন।
কিন্তু আরো তো ভাবনা থেকে যায়, যারা কষ্টে কাতরায়-
রোগ, শোক,জরা ব্যাধিতে প্রতিনিয়ত জীবন নাভিশ্বাস
তাদের কাছে আতশবাজির আনন্দ জীবনকে ভরে তোলে না।
পাখিরা নিরবে ঘুমায় তারাও মানুষের বিজয় উল্লাসের শব্দে ,
হঠাৎ কানে পড়ে ধপ ধপ করে অনেকে মাটিতে লুটায় পরে
হায়রে জীব হায়রে মানুষ,পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়ে
শুধু নিজের ভাবনাই ভাবে, অন্য জীব প্রাণীর ভালো-মন্দ ভাবার সময় কোথায়?
একেবারেই ম্রিয়মাণ, ভাবনার ফানুস আকাশে শুধু ঘোরে,
আজকের প্রযুক্তির ভাবনা প্রযুক্তির উন্নয়ন ভাবতে দেয় না।
তবে জীবকে হত্যা করে নয়,তাদের ভাবনায় থাক প্রকৃতি
কেননা পৃথিবী সৃষ্টি করেছে মানুষ, মানুষ সৃষ্টি করে নি পৃথিবী।

০৬/০১/২০২৪
নন্দিনী লুইজা
মাদক বিরোধী কর্মী