আষাঢ়ের বরষণে তুমি এলে

মেঘলা আকাশ চারদিকে নেই সূর্যের লুকোচুরি খেলা আশেপাশের পরিবেশ শান্ত,স্নিগ্ধ আম, কাঁঠালের গন্ধে বাঙালি হৃদয় জেগেছে মৌসুমী ফলের রাঙা উৎসবে
ভ্যাপসা গরম তারপরও বাঙালি ভুলে যায় প্রকৃতির দানে
গাছে দেশি ফলের ফলন,হার মেনেছে আমদানি ফল যতো
আষাঢ়ের প্রথম দিনে আকাশের কান্না পেয়েছিল ঠিক
তবুও কান্নার বরষণে,প্রকৃতিতে কদম ফুল ফুটেছে বনে
খোঁপায় কদম ফুল গুজে কে হে তুমি পথ পানে বসে আছো
তুমি বাঙলার ললনা কদম ফুলের মহিমায় উদ্ভাসিত নারী
চোখ দুটো ছলছল কাজল কালো আঁখি, তোমাকেই চাই
একান্ত আপন করে ভালোবাসার গীত শোনা হয় নি কখনো
তাই ভালোবাসার ভরসার হাতছানি বর্ষার মেঘের মতোই
প্রচন্ড আবেগে ঘন কালো মেঘ আবার রৌদ্রজ্জ্বল ছলমল
আমাদের প্রাপ্তির সাথে যোগ হয় কদম ফুলের ভালোবাসা
যেখানে জীবনের ছন্দ নাচে আপন মনে বৃষ্টির তালে তালে।

১৭/০৬/২০২৪
নন্দিনী লুইজা
বর্ণপ্রকাশ লিমিটেড