অনু কথামালা-৩২
১.বিশ্বাস আর বিশ্বাসী
আপন থেকে আপন
বিশ্বাস অর্থ খোলামেলা আলাপ
যা তুমি ভাবো, আমিও ভাবি
ভেতরে কিছু নাহি রাখি
এইভাবেই বিশ্বাসী মন
তোমায় ভালোবাসি।
২.পাগল মন ঘুড়ির মতন
লাটাই হাতে সুতা তাতে,
ঘুড়ি ওড়ে ঐ আকাশে
তুমি যদি ঘুড়ি হও
আমি তবে লাটাই।
যেমন খুশি উড়ে বেড়াই
হরেক রকম ঘুড়ি ওড়ে
সন্ধ্যা হলেই সুতা গুটাই
আপন ঘরই বাসর সাজাই।
৩.দীর্ঘ দিনের ভালোবাসা
দীর্ঘ দিনের স্বপ্ন -
একটু দোলায় দুলছি
ভাবছো এই বুঝি ,
আম গাছের তলে
ছোট বড় নানান আকার
সব কুঁড়িয়ে ফিরব ঘরে।
কপাট দিব চুপি সারে
শক্ত বোঁটা ঝড়কে
রূদ্ধ করে গাছেই রয়ে যাবে।
৪.জীবনটা ফাঁকি, না না জীবনটা গাঁথি
সুভংকরের ফাঁকি আর কতকাল দেখি,
তারচেয়ে এই ভালো যেমন আছি ভালোবাসি
বলতে পার প্রদীপের নিচে অন্ধকার কেন?
৫.ফুল, পাখি,ফল আর প্রকৃতির জলধারা
স্রোতে ভাসি, স্রোতে ডুবি, স্রোতেই চলাচল
নৌকা আছে, মাঝি নাই ;বৈঠা আছে ,পাল নাই
জীবনের নৌকা ভাসিয়ে দাও,ঘাট যদি না পাও
ডুবে ডুবে ভেসে যাব অথৈই সাগর পাড়ি দেব।