অনু কথামালা-৪৫

মনের বাড়ি বানিয়েছি- পাথরের পর পাথর দিয়ে, অনুভূতি গুলো বালু আর সিমেন্ট মিশিয়ে কষ্টগুলো রড়,এই সংমিশ্রণে বাড়ি, সহজে কি ভাঙ্গা যাবে।

দৈবাৎ ঝড় তুফান সহ্য করে দাঁড়িয়ে থাকা যায়
কিন্তু প্রতি নিয়ত প্রকৃতির এই ঘূর্ণিপাকে টিকে থাকা বড়‌ই দায়।

আল্লাহ, ঈশ্বর, ভগবান, যে নামেই ডাকি, তুমি সৃষ্টিকর্তা , তুমিই দেখো যাকে তুমি শ্রেষ্ঠ বলেছো সে কত পাপী - তাপী বোঝাব কেমনে।

০৩/১০/২০২২
নন্দিনী লুইজা
বর্ণ প্রকাশ লিমিটেড