অনু কথামালা-৪৪

১.উল্লাসিত হও, উচ্ছ্বাসিত হও
  নেই তাতে কোন বাধা
  ধারাবাহিক চলতে থাকুক
  এই আমাদের প্রত্যাশা।

২.ভুলে গেছি আমরা প্রীতিলতার কথা
‌ বঙ্গ ভঙ্গ আন্দোলনে প্রথম নারীর কথা
  নারীই শক্তি নারীই প্রেরণাময়ী
‌ ভুলে যেন যাই না আমরা।

৩.ইনিয়ে বিনিয়ে, ঘুরিয়ে ফিরিয়ে
পাশাপাশি ভিন্ন মতে ধর্মের  কষাঘাত
নাই কাজ খ‌ই ভাজ, এভাবেই সময় পাত
নারীকে অপদস্থ করা মোটেও সমচীন নহে।

২৪/০৯/২০২২
নন্দিনী লুইজা
বর্ণ প্রকাশ লিমিটেড