অনু কথামালা-৪৩
১.সৃজনশীল কাজ করে যাও
সময়ের অপেক্ষায় থাকো
দেখবে সদুত্তর পেয়ে গেছো।
২.মানুষের জাতে উঠা নাকি
বড়ই কষ্টকর
তাহলে মিথ্যার বেসসাতি করে
জাতে ওঠতে হবে।
৩.সত্য কথা কে মিথ্যা মনে হয়
কেননা চারিদিকে -
মিথ্যার জয় জয় কারবার
তাইতো সত্যকে দুর্বল ভেবে
গলা টিপে ধরতে
এতোটুকু কুন্ঠা বোধ হয় না।
১৯/০৯/২০২২
নন্দিনী লুইজা
বর্ণ প্রকাশ লিমিটেড