অনু কথামালা-৪২
১.কুকুরের লেজে তেল মাগো
ঘী মাখো নাহি সোজা হয়
মানুষ জন্ম সূত্রে যা পায়
তা ঐ প্রাণীর চেয়ে কম কিসে ভাই।
২.যদি কখনও দুঃখ করে
বলেছো মনের কথা
ভেবে নেমে পাশে দাঁড়াবে না
বিনিময়ে পাবে করুণা
৩.কে বলে এই মিথ্যা কথা
তোমার সুখে আমি সুখী হই
এমন প্রবন্চনা প্রতি নিয়ত
করেই চলেছি একের পর এক
১৮/০৯/২০২২
নন্দিনী লুইজা
বর্ণ প্রকাশ লিমিটেড