অনু কথামালা ৩৮
১.প্রয়োজনে অপ্রয়োজনে
চাওয়া-পাওয়ার হিসাবে
যোগ বিয়োগের খাতায় শূন্য।
২.সহজ ভাবনায় ভাবে না তো কেউ
তবে তুমি মনে রাখো
সহজ হৃদয়ে সহজের আমন্ত্রণ।
৩.কাউকে ভালোবেসে
যা কিছু তুমি পাও
তার চেয়ে বেশি তুমি দিয়ে এসেছো
বিনিময়ে তুমি অধিক বেশি পাও।
৪. কাঁচের মতো স্বচ্ছ যদি তোমার মন হয় আপাতদৃষ্টিতে সবাই তাকে বোকা বললেও
সৃষ্টিকর্তার পুরস্কার অলিখিতভাবে
প্রাপ্তিতে পরিণ.ত হয়।
১৯/০৮/২০২২
নন্দিনী লুইজা
বর্ণ প্রকাশ লিমিটেড