অনু কাব্য -৫
দলীয় কাজে মন দিয়ে কর দেশের উন্নয়ন
শুধু শুধু বসে থেকে নেতার মুখো পানে চেয়ে
কি কর কর্মী ভাইয়েরা,কি চাও, কি পাও,বল
একটু না হয় দেশের কাজে এলাকার মানুষের
পাশে থাকো,ভালোবাসায় বিশ্বজয় ভুলে গেলে
সোনার বাংলা গড়বে কে আমি, তুমি , আমরা।
দেশে সবাই নেতা হতে চায়-
ক্ষমতার চর্চায় নেতা হওয়া যায়
মানুষের ভালোবাসা, বিশ্বাস
ধরে রাখতে হলে নেতা না হয়ে
জনগণের সাথে মিশে যেতে হবে।
ব্যাকরণে পড়েছি কারক ছয় প্রকার
রাজনীতির প্রকারভেদ বুঝতে না চাই
স্বাধীন দেশে বাস করে ভেদাভেদ ভুলে
আমরা সবাই বাঙালি, কাঁধে কাঁধ মিলে
অসম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে
মা,মাটি মানুষ সোনার বাংলাদেশ গড়ি।
০২/১১/২০২৩
নন্দিনী লুইজা
যুগ্ম সাধারণ সম্পাদক
পাক্ষিক আমাদের জুলিও কুরি বঙ্গবন্ধু