অনু কাব্য-৪
১.মানুষ মানুষকে ভালোবাসে
মানুষই মানুষকে বিশ্বাস করে
আর এই মানুষই বিশ্বাসঘাতকতা করে ,
পুরো পৃথিবীটা মানুষের দাবানলে
কিন্তু এই মানুষ বড়ই ঠুনকো এই পৃথিবীতে।
২ কবি,সাহিত্যিক, দার্শনিক যা বলে গেছেন
অক্ষয় হয়ে থাকবে এই পৃথিবীর বুকে।
যে যতই অর্জন করুক না কেন
অর্থ-সম্পত্তি, প্রতিপত্তি তার বাহাদুরি
ধ্বংস আছে বিনাশও আছে
তবে অমর কথা যা মানুষের জন্য
তা রয়ে যাবে দেশ থেকে দেশান্তরে।
৩. যে প্রাণী কথা বলতে পারে তাকে বলে- মানুষ
মানুষকে ভালোবেসোনা বিপরীতে পাবে কষ্ট আর বঞ্চনা, প্রকৃতিকে ভালোবাসো, অপার শান্তি দেবে,মন ভরে যাবে
অবুঝ প্রাণীকে ভালোবাসো সে তোমার প্রভুত্ব মানবে।
৩১/১০/২০২৩
নন্দিনী লুইজা
শিক্ষক, লেখক, গবেষক ও প্রকাশক
বর্ণপ্রকাশ লিমিটেড