আগাছা ছাফ দুনিয়া মাফ

কলুর বলদ কি আর করে
গাধা বানিয়ে জীবন চলে।
যেদিকে চায় চোখে ছানি
আপছা আপছা দেখতে পায়।
সোজা পথে  হোঁচট খায়
আঁকা বাঁকা পথে, কন্টক বিছায়।

এক জীবনে হেরেই গেলাম
এবার সবার হাতে তালি।
খুশি তব জয়ে, না পরাজয়ে-
বলতে যে বড়  কষ্ট  হয়।
জীবন জুয়ার বাজি খেলায়
হারতে যে হবে জানি
তবুও প্রদীপ জ্বলে সাঁঝ বেলাতে।

প্রদীপের নিচে অন্ধকার
তাই  মুক্ত দানা খুঁজি বারবার।
যুগ যুগ ধরে ইতিহাস রচনা
খোঁজে না তার কাব্য কথা
সত্য কথা বলতে মানা।
ভালোর মধ্যে ভালো খুঁজি
মন্দ বলবো না , মৃত্যু আসুক

ভালোবাসা যদি  ভূলুণ্ঠিত হয়
বোঝা পড়া তাহলে নিরবে কাঁদে।
ফুলে ফলে ভরা বন বীথিকা
আগাছা ছাফ, দুনিয়া মাফ।
এসো ভাই সাম্যের কথা বলি
মনের সুখে ভাটিয়ালি গান করি।

০৯/০৮/২০২২
নন্দিনী লুইজা
বর্ণপ্রকাশ লিমিটেড