এসি রুমে বই নয় জুতার সমাহার


কাদা মাটি, ধুলো বালি, ছাই পায়ে যেন না লাগে ভাই,
এসি রুমে বসে চামড়ার জুতো পায়ে কটর মটর করে তাই।
ভদ্র সাহেব হয়ে রাজ দরবারে বসে রাজ্যের বিচার করে,
শিক্ষা,দীক্ষা রাস্তার ফুটপাতে, এদেশের জ্ঞান অর্জন বৃথা।
বই পড়ে কি হবে পরীক্ষা এলে পুরাতন বই না হয়, ধারে বই,
একজোড়া জুতো কিনতে ভুলে যায় শিক্ষা জীবনের বর্তিকা।
তাই দেশের যুব সমাজ ফুটপাতে বই কিনতে ভিড় করে,
এরাই দেশের কর্ণধার মিটিং সিটিংএ বড় বড় কথা ঝাড়ে।
ভুলে গেছে যারা করছে শিক্ষার চর্চা, তারা ঘুমিয়ে থাকছে,
বেকু্বের মতো কষ্টের টাকা দিয়ে বই না কিনে জুতা পড়ছে।
বইয়ের কালো অক্ষর যার হৃদয়ে এঁকেছে জীবনের তত্ত্ব বিদ্যা,
ফলে সে জুতা কেনা বাদ দিয়ে জ্ঞানের অক্ষর মুক্ত দানা কিনে আনে।
পায়ের নিচে জুতা না থাকুক জ্ঞান, আলো, সত্যকে পণ্য না ভেবে,
যে দিন কালির অক্ষর,বই ফুটপাতে না থেকে মস্তিষ্ক থাকবে-
সেই দিন দেশের শুধু নয়,বিশ্ব জয় করবে ইতিহাস তাই বলে।

০৩/১০/২০২৪
নন্দিনী লুইজা
শিক্ষক, লেখক, কবি, কলামিস্ট ও প্রকাশক
বর্ণপ্রকাশ লিমিটেড