◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

ভগবান যদি এমন করতো
এক নয় দিতো দুটি মন জনে জনে,
একটি মন যদি প্রেমাঘাতে ভেঙ্গেও যেতো—
কখনো;  কষ্ট পেতোনা মানুষ এই জীবনে ৷
এনয় মানুষের বানানো কথা,
প্রেম সাগরে যখন পায়না দিশা—
বাধ্য হয় করতে মানুষ মদের নেশা,
তখন কষ্টের ঔষধ-শুধুই ব্যথ্যা ৷৷

♂♂♂♂♂♂♂♂♂♂♂♂♂♂♂♂♂♂♂♂♂♂♂♂♂♂♂