আমার টক্সিক চরিত্রে
উত্তরের বায়ু বয়,
আমার মিথ্যা অভিমান
শতাধিক বারুদের গন্ধ সয়।

আমার মুক্ত মিছিলে শ্লোগানের স্বর
আজ মাস্কটের ওই নলে,
আমার প্রতি রাতে দেখা স্বপ্নের দেশ
দিনের আলোতে ভেসে যায় অন্ধকারের তলে।

ইঞ্জিনিয়ার কাহাকে কও?
ওরাও তো শ্রমিকেরই দলে,
স্বল্প টাকায় টেকনোলজি সাজায়
শুধু মস্তিষ্কের বলে।

আমার ধর্ষিতা বোন
আজ দর্শন শোনে;
শুধু কানে বাজে মোর আর্তনাদ সুর,
আমার নিয়ত বায়ুও আর বইতে চায় না
আমি এক ক্ষুত্র কারা মজুর।

আমি বন্দী জেনেও রবিকে ডাকি,
করি সিক্যাডাসের মতো গর্জন।
ওই কাঠামোর উপর কুমোর সৃষ্টি
তিথি শেষে তাহারও হইবে বিসর্জন।

তারা পুরান কে বানিয়েছে ইতিহাস,
ভাষনে অতীতের রুগ্ন যত কথা,
আমি থর থর থর করে কেপে উঠেছি
যখন কানে এলো সাহিত্যের ক্ষুধিত বশ্যতা।

আমি ব্যর্থ প্রেমিক বিরহীনি লিখি,
লিখি কত শত কাহিনি,
গোধূলির আকাশে আমার পীড়িত নিঃশ্বাস ফেলেছি তবুও আমি থামিনি।


#বিদ্র: কবি নন্দ দুলাল মন্ডলের এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় ২০২২সালে।