একটি সুনির্দিষ্ট পথ,
যেখানে প্রযুক্তির রূপরেখা আঁকা,
নির্মাণের হাতে গড়ে ওঠে ভবিষ্যৎ,
তবে হৃদয়ে এক স্বপ্ন,
মেলেনি আর হাতে তার সংজ্ঞা।

গুটিয়ে নিলো জীবন,
রূপরেখা বাদ দিয়ে,
আলোর খোঁজে অন্ধকারে হাঁটলো।
মহাকাশে ভাসমান এক গান,
এতটুকু পরিমাণ স্বপ্নে সাজানো,
মনে নেই আর কোনো পাথেয়।

স্বপ্ন আর বাস্তবের ফারাক,
প্রাণটুকু ছুঁয়ে গেছে অভাবের তীর।
তবুও কোনো এক বিচারে,
হেরে না গিয়ে আত্মবিশ্বাস হারায়নি,
শেষ বারের জন্য, এক আলাদা পথে।

যেখানে আত্মহত্যার নোট নেই,
কোনো দোষারোপ নেই,
শুধু মিষ্টি এক মুকাবিলা,
নিজের মনকে সামলে,
একের মধ্যে শূন্যতার রচনা।

অনিশ্চিত পথই হলো তার আশ্রয়,
শিল্পী, আর প্রকৌশলী নয়,
পৃথিবী জানে না,
তার কান্না কখনো শুনবে না।
__________________

উৎসর্গ : এমন একজন কে যে সুনিশ্চিত ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ছেড়ে এক অনিশ্চিত পথযাত্রা শুরু করেছিলেন গানের উপর ভর করে। কিন্তু দারিদ্র্যতা,অভাব তাকে বাধ্য করেছে আত্মহত্যার পথ বেছে নিতে । চন্দ্রমৌলি বিশ্বাস, পশ্চিমবঙ্গে যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তন ইঞ্জিনিয়ার, এবং ফসিলস এর প্রাক্তন সদস্য এমনই এক নাম।