জীবন এক বিস্তীর্ণ জলধারা,
যার বুকে ভেসে থাকে স্বপ্নের নৌকা।
তুমি দাঁড় টানো রাত-দিন,
তবু দিগন্ত এসে কাছে আসে না।
জলের নিচে জমে থাকে অজস্র মর্মরপাথর,
মুক্তির গান শোনার আগে ছিঁড়ে যায় পাল।
তুমি তাকিয়ে থাকো দূরের চাঁদে,
আর সে শুধু হাসে, লুকিয়ে ফেলে পথ।
তার মাঝে প্রেম আসে যেন রঙিন জাহাজ,
উজ্জ্বল আলোয় ভাসিয়ে দেয় রাত।
তুমি ভাবো— এটাই হয়তো গন্তব্য।
কিন্তু জাহাজ চলে যায়, রেখে যায় শুধু ঢেউয়ের সুর।
বিরহ তখন ঝড়ে ওঠা এক খরস্রোতা নদী,
যা সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।
তুমি দাঁড়িয়ে থাকো খালি হাতে,
নৌকা তখন গাঁথা থাকে তীরের শিকড়ে।
তবু মায়া ছড়ানো এই জলধারায়
তোমার যাত্রা থামে না।
একদিন হয়তো দিগন্ত খুলে যাবে,
আর নৌকা ভাসবে—
অজানা কোনো সমুদ্রের আলোকিত তীরে।