বাউল, লালন, কান্ত, বারি'র
নীরব অসীম অশ্রু ধারা
এদিক ওদিক ভাসছে
সবই তবুও কেমন দিক হারা।

মেঘ বলেছে ডাক পাঠালে
আসবে নেমে ঈশান কোনে,
উড়িয়ে পাল, বসবে আসর
কল্পতরুর নিম্ন পানে ।

উঠেছে আওয়াজ,আসছে জোয়ার
বিবেক ভেঙে কি দারুণ!
অন্ধকারে জ্বালিয়ে আলো
ফিরছে আবার নবারুণ।

শহর বুকে মৃত্যু মিছিল,
নিয়মকানুন সাজানো বেশ,
জন্ম থেকে মৃত্যু পথে
বর্ণাশ্রমের এখনো কাটেনি রেশ।

স্বর্ণ মাটি, ফসল সহ ভরলো কলসি পূজারীর,
মোল্লা বসে গদির পরে দিচ্ছে হুকুম
সুনিবিড়।
তব নাপিত খুরেই মুক্তি মেলে,
নখ থেকে চুল,গোঁফ দাড়ি,
সাম্যবাদী মোরা সবাই
তবুও বর্জিত বসন
নাপিতেরই।

ছি-ছি!
বলছো কি সব মনোহারী,
নাপিত,মুচি,নম,বাগদি
সবাই মোদের আগন্তুক,
সাধ করে যে বিছিয়ে দিলাম 
আইন সভায় এক অংশুক।