~গম্ভীর

নীরবতা ছাড়া
আমার দেওয়ার কিছুই নেই তোমায়,
আমি ফকির।

আমি তীর্থের কাকের মতো চেয়ে থাকি শুধু,
চেয়ে থাকি একটা শব্দোর অপেক্ষায়।
নীরবতা ছাড়া আমার দেওয়ার কিছুই নেই, তোমায়।

আমি যেমন তেমন কবিতা লিখতে পারি,
বেসুরো গলায় গাইতে পারি কিন্তু
তবুও আমি অপারক।
নীরবতা ছাড়া আমার দেওয়ার কিছুই নেই।

নিজ স্বার্থে তোমায় নিষ্ঠুরভাবে ব্যবহার করেছি, এতটাই নিষ্ঠুর ভাবে ব্যবহার করেছি যে এই গভীর শীতের সকালে আমি নতুন করে সূর্য দেখতে পারি। তবুও নীরবতা ছাড়া আমার দেওয়ার কিছু নেই তোমায়।

আমি ধর্ষিতা নারীর সঙ্গী হতে পারি,
আমি নীরব নদী হয়ে চঞ্চলা তনয়ার অশ্রু
নিজ বুকে মিশিয়ে নিতে পারি।
কিন্তু নীরবতা ছাড়া তোমাকে
আমার দেওয়ার কিছুই নেই।

আমি প্রবল ঝরেও নীরব থেকেছি,
প্রবল কান্নাতেও নীরব,
আমি ভেঙেচুরে যাই ভেতর থেকে
তবুও নীরব থেকেছি বারেবারে।
নীরবতা ছাড়া আমার দেওয়ার কিছুই নেই।

আমি অল্প আঘাতেই পথ হারিয়েছি,
কবিতাকে করেছি সঙ্গী।
আমি অদ্ভুত এক নীরব মানুষ
বোধহয় আবেগহীন কোনো রঙ্গী।
কঙ্কনার পারে দাড়িয়ে
আমি নীরবতা ছাড়া আমি আর কিছুই দিতে পারিনি।