এখনা না প্রভাত, না প্রদোষ - এখন মধ্যরাত,
এখন না একবিংশ শতক, না এয়োদশ
- এ শুধু অধ্রুব সংলাপ।

আমরা গিয়েছি হারিয়ে, হাট-বাট-নগর ছাড়িয়ে দিশাহারা অটবীর তরে,
পুস্তক পাঁজরে নিরর্থক আজ
প্রত্যেকে পরের তরে।

মোদের অন্তঃকরণে বীজ পুতিয়াছি
এ কোন করুনকুন্তলকথা,
রাজা কাশ্মীর, কেরালায় নগর গড়েছে
এক তৃণাঙ্কুর চতুরতা।

আকাশে অম্বুবাহ, তমালে শ্যাম হয়েছে আজ বন, তোমার এ নগরী বড় ভীরু,
এদিকে রাত্রি ওই ঘনায়মান।

তোমার বাক্যে নব বিভাবসু,
চিন্তনে অর্পনা,
তোমার হাত ধরে আগামী ভাববে
স্নেহের প্রেরণা।