কতবার আর ভয় দেখাবি?
সব হিংসুটেদের দল।
প্রতিটি আঘাতে নব দিগন্তে
কন্ঠ হবে আরও সবল।
উঠবে জেগে পুব দিগন্তে
নব নব সব আহ্বান
কতবার তুই ব্যারিকেড তুলে
কত বার বাঁচাবি নিজেদের মান?
লুটেপুটে এই আমার দেশ
ছদ্মবেশে সভ্য সাজ ?
দরজা খুলে বেরিয়ে দেখ
রাজপথতে আমরা আজ।
রাত জেগেছি,নিয়েছি দখল,
লক্ষ্মী কখনো কালির বেশ,
সংসার হতে দশ হাতে আজও
অসুর বধের কাটেনি রেশ।
ধ্বংস করবো অশুভ যত
নব সূচনার অপেক্ষায়,
কৈলাশ থেকে পথে নেমে এসে
আমিই দেবো অভয়ার রায়।